প্রচ্ছদ ›› জাতীয়

রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে, গরমে ওষ্ঠাগত প্রাণ

নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল ২০২৩ ১২:৫০:০২ | আপডেট: ২ years আগে
রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে, গরমে ওষ্ঠাগত প্রাণ
প্রতীকী ছবি

তীব্র দাবদাহে মানুষের নাভিশ্বাস উঠেছে। ভয়ানক গরমে পুড়ছে দেশের প্রায় সব বিভাগের মানুষ। অন্যান্য এলাকায়ও নেই স্বস্তি। ফ্যানের বাতাসেও প্রাণ জুড়ায় না। প্রকৃতির রুদ্ররূপে দুঃসহ জীবনযাপন করছে মানুষ। সব মিলে ওষ্ঠাগত প্রাণ।

একাধিক জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এর মধ্যে টানা ১২ দিনে তাপ প্রবাহে দুর্বিসহ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন।

শুক্রবার আবহাওয়ার অফিসের এক কর্মকর্তা জানান, সহজে দেখা মিলছে না বৃষ্টির। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তীব্র রোদ। বেলা বাড়তেই এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুনঝরা রোদে ও তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে।

চুয়াডাঙ্গায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। দাবদাহের কারণে ধানের শিষ পুড়ে যাচ্ছে। সবজিরও ক্ষতি হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ।

জেলা প্রশাসন থেকেও প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে প্রচারণা চালানো হয়েছে।

গত ১২ দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল বৃহস্পতিবার ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। এটাই চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

এই গরমে বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষের অবস্থা বেশি খারাপ। খেটে খাওয়া মানুষের ত্রাহিদশা। দাবদাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। এছাড়া পানিশূন্যতা থেকে ডায়রিয়াসহ টাইফয়েড ও অন্যান্য পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা করছেন । এমন অবস্থায় বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন তারা।