প্রচ্ছদ ›› জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পের আগুন পূর্বপরিকল্পিত: তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৩ ০৯:১৩:৪৩ | আপডেট: ২ years আগে
রোহিঙ্গা ক্যাম্পের আগুন পূর্বপরিকল্পিত: তদন্ত কমিটি
পুরনো ছবি

রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডের তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে যে আধিপত্য প্রতিষ্ঠার জন্য আগুনের ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল।

রোববার সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান আবু সুফিয়ান জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে ঘটনার কারণ ব্যাখ্যা করার পাশাপাশি ১০টি সুপারিশ করা হয়েছে।

আবু সুফিয়ান বলেন, ‘ক্যাম্প-১১-এর ডি ব্লকে দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। কয়েক মিনিটের মধ্যে বেশ কয়েকটি জায়গায় আগুন ধরে যায়। এটা প্রমাণ করে যে ঘটনাটি নাশকতার অংশ ছিল।’

তদন্ত কমিটির মতে, ওই অগ্নিকাণ্ডে প্রায় দুই হাজার ২০০ বাড়ি পুড়ে গেছে যেখানে ১৫ হাজারের বেশি রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২০০ রোহিঙ্গা আহত হয়েছে।