প্রচ্ছদ ›› জাতীয়

লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনের ফল স্থগিত

নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর ২০২৩ ১৮:২৮:৫৮ | আপডেট: ১ year আগে
লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনের ফল স্থগিত

ভোটে অনিয়মের অভিযোগে সদ্য সমাপ্ত লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গত রবিবার লক্ষ্মীপুর-৩ (সদর) ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু নৌকা প্রতীকে ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। আর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসনে নিয়ম রক্ষার উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তবে নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসনে ভোটের পরপরই একটি ভোটকেন্দ্রে ছাত্রলীগের সাবেক এক নেতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ওই নেতাকে একাধিক ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। এরপরই ভোট গ্রহণে অনিয়ম তদন্ত করতে জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। একই সঙ্গে এ সংশ্লিষ্ট প্রতিবেদন তিন কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে বলা হয়। এর মধ্যেই ওই দুই আসনে উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিতের কথা জানালেন নির্বাচন কমিশন সচিব।