প্রচ্ছদ ›› জাতীয়

লোকসান কাটিয়ে বিটিসিএলের লাভ পৌনে ৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২২ ১৮:৫৬:৩৭ | আপডেট: ২ years আগে
লোকসান কাটিয়ে বিটিসিএলের লাভ পৌনে ৭ কোটি টাকা

লাভজনক প্রতিষ্ঠান হিসাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ২০২১-২২ অর্থবছরে লোকসান কাটিয়ে প্রতিষ্ঠানটি লাভ করেছে ৬ কোটি ৭২ লাখ টাকা।

বৃহস্পতিবার ঢাকায় টেলিযোগাযোগ ভবনে অনুষ্ঠিত বিটিসিএল’র বার্ষিক সাধারণ সভা শেষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারকে এ তথ্য জানানো হয়।

শুক্রবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৭ -২০০৮ অর্থবছরে বিটিসিএল’র লোকসান ছিলো প্রায় ৩শ’৫০ কোটি টাকা। তারও আগে লোকসানের পরিমাণ ছিলো প্রায় ৫শ’কোটি টাকা। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরেরও বিটিসিএলের লোকসান ছিল ২৪৭ কোটি টাকা। অব্যাহত এই লোকসান কাটিয়ে প্রতিষ্ঠানটি ২০২১-২২ অর্থবছরে লাভ করেছে ৬ কোটি ৭২ লাখ টাকা।