প্রচ্ছদ ›› জাতীয়

শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
০৮ জুলাই ২০২২ ১৬:৪৩:৫৯ | আপডেট: ৩ years আগে
শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সংগৃহীত

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

এর আগে শুক্রবার সকালে জাপানের প্রধান হোনশু দ্বীপের পশ্চিমের নারা জেলায় এক নির্বাচনী প্রচারে ভাষণ দেওয়ার সময় গুলি করা হয় শিনজো আবেকে। গুলির পর দ্রুত শিনজো আবেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত পান। জাপানে এমন ঘটনা বিরল।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারা শহরে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এক প্রার্থীর সমর্থনে ভাষণ দেওয়ার সময় এক বন্দুকধারী আবেকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। ওই বন্দুকধারী নিকটবর্তী একটি ভবনে অবস্থান করছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।