মাদারীপুরের শিবচরে পিকআপ ও ট্রাকের সংর্ঘষে আহত এক চীনা নাগরিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এঘটনায় প্রকল্পের আরও দুজন আহত হয়েছে।
শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার বাচামারা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিন চ্যাং প্রকল্পের চীনা সার্ভে ইঞ্জিনিয়ার।
বিষয়টি নিশ্চিত করেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জল।
তিনি জানান, শিবচরে ভাঙ্গা-ঢাকা রেলওয়ের কাজ তদারকি করার সময় প্রকল্পের একটি ডাবল কেবিন পিকআপ গাড়িকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক ধাক্কা দিলে প্রকল্পের সার্ভে ইন্জিনিয়ার বিন চ্যাং সহ আরও একজন আহত হন। স্থানয়ীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিন চ্যাংয়ের মৃত্যু হয়।