প্রচ্ছদ ›› জাতীয়

আবারও শিল্পকলার মহাপরিচালক পদে লিয়াকত লাকী

নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৩ ১৬:৫৩:২৪ | আপডেট: ২ years আগে
আবারও শিল্পকলার মহাপরিচালক পদে লিয়াকত লাকী
লিয়াকত আলী লাকী। পুরনো ছবি

শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে পুনঃনিয়োগ পেয়েছেন নাট্য নির্দেশক, অভিনেতা লিয়াকত আলী লাকী।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আরও দুই বছরের জন্য এই পদে পুনঃনিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা ১৯৯২-এর বিধি ৩(ঘ) অনুযায়ী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১৩ এপ্রিল ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।

গত এক যুগ ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে রয়েছেন লাকী। ২০১১ সালের ৭ এপ্রিল তিনি প্রথম নিয়োগ পান। পরে আরও ৫ বার পুনঃনিয়োগ পান তিনি।