প্রচ্ছদ ›› জাতীয়

শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৩ ১১:০৬:৩৭ | আপডেট: ২ years আগে
শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম মারা গেছেন
ইমাম আব্দুস সালাম গোলাপ | সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম আব্দুস সালাম গোলাপ (৫৫) মারা গেছেন।

সোমবার সন্ধ্যায় মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শোলাকিয়া ঈদগাহ কমিটির সদস্য এনায়েত করিম অমি।

তিনি বলেন, মঙ্গলবার বাদ জোহর শোলাকিয়া ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে আব্দুস সালাম গোলাপ স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।