ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৭তম আসর বসেছে আজ। তবে প্রথম দিনেই ভোগান্তি দিয়ে শুরু হলো মেলার। সাধারণ জনগণের চলাচলের সুবিধার্থে বিআরটিসি বাস পরিষেবা চালুর কথা থাকলেও দুপুর ২টা পর্যন্ত দেখা মেলেনি তার।
এর ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
নাম প্রকাশ না করার শর্তে টিকিট কাউন্টারে থাকা বিআরটিসির একজন কর্মচারী বিজনেস পোস্টকে জানান, ডিআইটিএফ দর্শনার্থীদের জন্য বরাদ্দ বাস কখন আসবে সেটি সঠিক জানা নেই তার।
গত বছরের মতো এবারও দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মিনশি। প্রাথমিকভাবে কুড়িল বিশ্বরোড থেকে প্রদর্শনী কেন্দ্র পর্যন্ত ৭০টি বিআরটিসি বাস চলাচল করবে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে। বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।
১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য এ মেলার আয়োজন করা হয়।
স্থায়ী ভেন্যু পূর্বাচলে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রধান ফটক করা হয়েছে মেট্রোরেলের আদলে। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয় বাণিজ্যমেলা।
এবার মেলায় বিদেশি প্রতিষ্ঠানের জন্য ১৭টি প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য দুটি হলের বাইরে মিলে মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে।
মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এবার মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকবে। মেলায় প্রায় এক হাজারটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।