প্রচ্ছদ ›› জাতীয়

সপ্তমবার বাড়ল হজ নিবন্ধনের সময়

নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৩ ২১:১৬:০৯ | আপডেট: ২ years আগে
সপ্তমবার বাড়ল হজ নিবন্ধনের সময়

কোটা পূরণ না হওয়ায় সপ্তমবারের মতো হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত চলবে হজের নিবন্ধন।

বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ এপ্রিল পর্যন্ত হজ নিবন্ধনের সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার ছিল ষষ্ঠ দফায় বাড়ানো হজ নিবন্ধন করার শেষ দিন। এদিন বিকেল ৪টা পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১৪৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এ হিসাবে নিবন্ধনে এখনও বাকী রয়েছে আরও ৯ হাজার ৫০ জন।