প্রচ্ছদ ›› জাতীয়

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্ত্রী দিনা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
০২ জুন ২০২৩ ১৬:৫৬:১৩ | আপডেট: ২ years আগে
সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্ত্রী দিনা মারা গেছেন
কামরুন্নেছা আশরাফ দিনা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরুর স্ত্রী কামরুন্নেছা আশরাফ দিনা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টা ২৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি বেশ কিছুদিন যাবত কিডনিসহ নানা রকম জটিলতায় ভুগছিলেন।

দিনা ব্যাডমিন্টন ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থাসহ নানা ক্রীড়া সংগঠনে জড়িত ছিলেন। একইসঙ্গে তিনি নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।