প্রচ্ছদ ›› জাতীয়

সমুদ্রে ৩ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক
০৩ আগস্ট ২০২২ ১১:২৪:০৪ | আপডেট: ৩ years আগে
সমুদ্রে ৩ নম্বর সংকেত

সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর (পুন:) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া আফিস। 

বুধবার আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসােইটে এ তথ্য জানা যায়। 

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।