প্রচ্ছদ ›› জাতীয়

সময় বাড়ল কোম্পানির আয়কর রিটার্নের

নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২৩ ১৩:৩৮:৪৩ | আপডেট: ২ years আগে
সময় বাড়ল কোম্পানির আয়কর রিটার্নের

কোম্পানি শ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। বিভিন্ন করদাতা কোম্পানির অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ১৫ জুন পর্যন্ত এই সময় বাড়িয়েছে।

সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. মহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ২০২২-২০২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য যেসকল কোম্পানি করদাতা সময় বৃদ্ধির আবেদন করেছেন তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ জুন পর্যন্ত বাড়াল।