প্রচ্ছদ ›› জাতীয়

সরকারি কর্মচারীদের বিদেশে প্রশিক্ষণ আপাতত স্থগিত

নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২২ ১৬:২০:৪২ | আপডেট: ৩ years আগে
সরকারি কর্মচারীদের বিদেশে প্রশিক্ষণ আপাতত স্থগিত

সরকারি কর্মচারীদের বিদেশে প্রশিক্ষণ আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি।

সরকার প্রধান বলেন, সরকারি কর্মচারীদের বিদেশে প্রশিক্ষণ আপাতত স্থগিত রাখতে হবে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ সম্পর্কে মন্ত্রীসভাকে বিদেশ সফরের যথাযথ কারণ সম্পর্কে অবহিত করতে হবে।

এসময় তিনি আরও বলেন, চলমান সংকট মোকাবিলার জন্য আপাতত ‘সি’ ক্যাটাগরির প্রকল্প বন্ধ থাকবে। তবে ‘বি’ ক্যাটাগরির প্রকল্পে ৭৫ শতাংশ পর্যন্ত খরচ করা যাবে। আর পুরো টাকা খরচ করা যাবে ‘এ’ ক্যাটাগরির প্রকল্পে।