দেশের বয়স্ক জনসংখ্যাকে পেনশনের আওতায় আনার লক্ষ্যে পাস হওয়া ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন ২০২৩’-এর গেজেট প্রকাশ হয়েছে।
রোববার অর্থ বিভাগের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।
জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে ১৮ থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক সর্বজনীন পেনশনের আওতায় থাকবেন। গত ২৪ জানুয়ারি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি জাতীয় সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন,
সর্বজনীন পেনশন ব্যবস্থা কবে চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য এখন বলা যাচ্ছে না। আগামী বাজেটে এ ধরনের ঘোষণা আসতে গেলে অবশ্যই ‘অথরিটি’ তৈরি করতে হবে, যা এখনই সম্ভব নয়। এ ছাড়া কীভাবে পেনশন তহবিল ব্যবসায় কাজে লাগাবে, সে বিষয়ক আইনও করতে হবে।