প্রচ্ছদ ›› জাতীয়

সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
০৭ মে ২০২৩ ২১:৫৭:০৯ | আপডেট: ২ years আগে
সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বসবাসরত সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। একইসঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সব ধরণের সামাজিক কার্যক্রমে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার রাজধানীর গুলশানে ডিএনসিসির নগর ভবনে ডিইউজের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। এর আগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন দাবির বিষয় তুলে ধরেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।

পরে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের পাশে আমি সবসময় আছি। সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সম্পৃক্ত করে কাজ করতে চাই। আমি কথা দিচ্ছি, সাংবাদিকদের সন্তানদের বৃত্তি প্রদান করা হবে।’

তিনি আরও বলেন, ‘উত্তর সিটি করপোরেশনে নতুন নতুন সড়ক নির্মাণ হচ্ছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিকদের নামে সড়কের নামকরণ করা হবে। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি।’

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বসবাস করা আর্থিকভাবে অসচ্ছল সাংবাদিকদের ফ্যামেলি কার্ড পেতে সহযোগিতার আশ্বাস দেন মেয়র আতিকুল ইসলাম।

মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক সুরাইয়া অনু, নির্বাহী পরিষদ সদস্য মুজিব মাসুদ, দুলাল খান, আসাদুর রহমান, মহিউদ্দিন পলাশ, ইব্রাহিম খলিল খোকন, রেহানা পারভীন, শফিক বাশার।