প্রচ্ছদ ›› জাতীয়

সাংবাদিক আবদুর রহমান খান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২২ ১২:৪৭:৫৫ | আপডেট: ২ years আগে
সাংবাদিক আবদুর রহমান খান মারা গেছেন
প্রবীণ সাংবাদিক আবদুর রহমান খান

প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রহমান খান মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুর রহমান রাত ২টা ৩০মিনিটে ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি লিভারের জটিল রোগে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার দুপুর দেড়টায় প্রেসক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।