প্রচ্ছদ ›› জাতীয়

সাগরে নিম্নচাপ, বন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২২ ১৪:২৮:২৫ | আপডেট: ২ years আগে
সাগরে নিম্নচাপ, বন্দরে সতর্ক সংকেত

দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রর হয়ে বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

আবহাওয়া অফিস বলছে; এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। যে কারণে সকল সমুদ্রবন্দর সমূহকে ১ নম্বর (পুন:) ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে; উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সারাদেশে মেঘলা আকাশসহ রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকবে।

দেশের বিভিন্ন বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। এসব অঞ্চলে সকালে কুয়াশা পড়ার পাশাপাশি রাতেও শীত অনুভূত হচ্ছে।

দেশের উত্তরে বিশেষ করে রংপুর বিভাগের সর্বত্র তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। এ ছাড়া খুলনা বিভাগের কিছু অঞ্চল ও বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় তাপমাত্রা কমে কুয়াশার দেখা মিলছে।