প্রচ্ছদ ›› জাতীয়

সাগরে মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ ৮ জেলে

নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট ২০২২ ১২:৩০:২৫ | আপডেট: ৩ years আগে
সাগরে মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ ৮ জেলে
পুরনো ছবি

নিম্নচাপ ও ঝড়ের প্রভাবে ভোলার চরফ্যাশনের দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগরের মোহনায় ১৩ জেলেসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ জেলে উদ্ধার হলেও ৮ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

ঢালচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম জানান, নিখোঁজ আট জেলে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। সাগর উত্তাল থাকায় তাদের উদ্ধার করার জন্য কোনো ট্রলার যেতে পারছে না।

জেলেদের সূত্রে জানা যায়, উপজেলার ঢালচর ঘাটের ইউসুফ মাঝির মাছ ধরা ট্রলার ১৩ জন মাঝি নিয়ে গভীর সমুদ্রে ইলিশ শিকারে যান। পরে সাগর উত্তাল হওয়ায় ঘাটে ফেরার পথে মঙ্গলবার রাত ৮টায় ঢালচরের দক্ষিণ বঙ্গোপসাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

এ দিকে বুধবার সকাল ৯টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩ নম্বর সর্তক সংকেত জারি করা হয়েছে বলে জানিয়েছেন ভোলার নদীবন্দর কর্মকর্তা মো. সহিদুল ইসলাম।