প্রচ্ছদ ›› জাতীয়

সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ৩ নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২২ ২১:৫৩:২৬ | আপডেট: ২ years আগে
সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ৩ নারীর লাশ উদ্ধার

অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা ৪ বাংলাদেশি ও ৮ নারীসহ ৪৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে। এ ঘটনায় তিন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোরে মঙ্গলবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়া পাড়ায় সাগর থেকে সাঁতরে কিছু রোহিঙ্গাকে উপকূলে আসতে দেখে স্থানীয় কোস্টগার্ডকে খবর দেয়। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এসব রোহিঙ্গাদের উদ্ধার করে। এতে প্রাণহানির আশঙ্কাও করা হচ্ছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ জানান, আজ ভোরে কোনো এক সময়ে ট্রলারটি মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হয়েছিল। সম্ভবত অতিরিক্ত মানুষ বোঝাইয়ের কারণে সেটি সাগরে ডুবে যায়। তবে দুপুরের দিকে সাগর থেকে ৩ মহিলার লাশ ভেসে এসেছে। পরে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার ব্যক্তিরদের যাছাই বাছাই চলছে। তাদের বেশির ভাগই রোহিঙ্গা নাগরিক। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত।

উদ্ধার হওয়া টেকনাফ শালবন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সমজিদা বেগম জানান, ‘আমার স্বামী দীর্ঘ দিন মালয়েশিয়া রয়েছে। তার কাছে যাওয়ার জন্য সাগরপথ যাওয়ার চেষ্টা করেছিলাম। তার মাঝে এ ঘটনা ঘটে। এর আগেও যাত্রা করে ব্যর্থ হয়েছিলাম। ট্রলারে আরও অনেক শিশু ও নারী ছিল। তাদের মৃতদেহ সাগরে ভাসতে দেখেছি।’