দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থান করছে। এটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।
শনিবার আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে; উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সারাদেশে মেঘলা আকাশসহ রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকবে।
দেশের বিভিন্ন বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। এসব অঞ্চলে সকালে কুয়াশা পড়ার পাশাপাশি রাতেও শীত অনুভূত হচ্ছে।
দেশের উত্তরে বিশেষ করে রংপুর বিভাগের সর্বত্র তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। এ ছাড়া খুলনা বিভাগের কিছু অঞ্চল ও বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় তাপমাত্রা কমে কুয়াশার দেখা মিলছে।