প্রচ্ছদ ›› জাতীয়

সাড়ে ৯ হাজার মেট্রিক টন বর্জ্য সরাল ডিএসসিসি

ইউএনবি
১১ জুলাই ২০২২ ১৫:৩২:৫০ | আপডেট: ৩ years আগে
সাড়ে ৯ হাজার মেট্রিক টন বর্জ্য সরাল ডিএসসিসি

পবিত্র ঈদুল আযহায় প্রায় সাড়ে ৯ হাজার মেট্রিক টন কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য অপসারণ ও মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মোট ২ হাজার ৩৭০টি ট্রিপের মাধ্যমে এ বর্জ্য স্থানান্তর করা হয়েছে।

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড থেকে গত রাত সোয়া ১টার মধ্যে প্রথম দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।