প্রচ্ছদ ›› জাতীয়

সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৫:৫৩ | আপডেট: ২ years আগে
সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

সাভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ১৬ বছরের এক কিশোর নিহত হয়েছে। বুধবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন মাহমুদ জয় (১৬) সাভার পৌর এলাকার জালেশ্বর মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে।

সাভার হাইওয়ে থানার সার্জেন্ট শুভ আহমেদ জানান, রাতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের উপর দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল জয়। এসময় সাভার বাসস্ট্যান্ডে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় জয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, এ ঘটনায় আহত রাসেলকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে। জয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।