সারাদেশে মোট ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এর আগে আজ দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে। তখন পর্যন্ত গড়ে সারাদেশে ভোট পড়েছিল ২৭ দশমিক ১৫ শতাংশ।
বিস্তারিত আসছে...