প্রচ্ছদ ›› জাতীয়

সার্জেন্টের ওপর রাগ, মোটরসাইকেলে আগুন দিলেন যুবক

নিজস্ব প্রতিবেদক
০৮ আগস্ট ২০২২ ১৬:১৫:৩২ | আপডেট: ৩ years আগে
সার্জেন্টের ওপর রাগ, মোটরসাইকেলে আগুন দিলেন যুবক
সংগৃহীত

রাজশাহীতে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন আশিক আলী নামের এক যুবক। মামলা দিতে চাওয়ায় পুলিশ সার্জেন্টের ওপর রাগ করে এমন কাণ্ড ঘটান ঐ যুবক।

সোমবার দুপুরে মহানগরীর হড়গ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

আশিকের বাড়ি মহানগরীর কাঠালবাড়িয়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আশিকের কাছে ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট কাইমুর রহমান। কাগজ দেখানো নিয়ে তাদের মধ্যে কথা বার্তা চলছিল। এ সময় নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন আশিক।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি অনির্বাণ চাকমা জানান, আশিকের গাড়ির কাগজ দেখতে চান সার্জেন্ট।‌ কিন্তু আশিক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় মামলা দিতে চান সার্জেন্ট। এ সময় নিজের মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন আশিক আলী।