প্রচ্ছদ ›› জাতীয়

সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় ঢাবি ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ ২০২৩ ১৬:৩২:৪১ | আপডেট: ২ years আগে
সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় ঢাবি ছাত্রের মৃত্যু

রাজধানীর সায়েন্স ল্যাবের শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে ২টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিঢ় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনিসহ এ বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

মারা যাওয়া ব্যক্তির নাম নুর নবী (২৪)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে কুলিয়ারচরে।

সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. বাচ্চু মিয়া।  তিনি জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।

গত ৫ মার্চ বেলা ১১টার দিকে ভবনটির তিন তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশের ভবনও কেঁপে ওঠে। বিস্ফোরণের পরপর আগুন ধরে যায় শিরিন ম্যানশনে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ঘটনার দিনেই তিন জন নিহত হন। এছাড়া এ দুর্ঘটনায় ১৫ জন আহত হন।