প্রচ্ছদ ›› জাতীয়

সায়েন্স ল্যাবে বিস্ফোরণে হতাহতদের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক
০৫ মার্চ ২০২৩ ১৮:৩৪:১৪ | আপডেট: ২ years আগে
সায়েন্স ল্যাবে বিস্ফোরণে হতাহতদের পরিচয় মিলেছে
রাজধানীর সায়েন্স ল্যাবে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে। তারা সবাই ভবনটির তিনতলার একটি প্রতিষ্ঠানের কর্মী।
 
রোববার সকাল ১০টা ৫২ মিনিটের দিকে ঢাকা কলেজের পাশের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
এতে নিহতরা হলেন শফিকুজ্জামান (৪৫), আবদুল মান্নান (৬৫) ও তুষার (৩৫)। তাদের মধ্যে শফিকুজ্জামানের বাড়ি শরীয়তপুরে, তুষারের বাড়ি নরসিংদীতে। আর আবদুল মান্নান থাকেন ঢাকার লালবাগে। বিস্ফোরণের পর তাদের পপুলার হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানেই তাদের মৃত্যু হয়।
 
এদিকে আহতদের মধ্যে পাঁচজনের নাম- আয়েশা আক্তার আশা, হাফিজুর রহমান (৩৪), জহুর আলী (৬০), আকবর আলী (৫২) ও সৈয়দ আশরাফুজ্জামান (৩৫)।

এর মধ্যে আয়েশা ৩৮ শতাংশ, হাফিজুর ৮ শতাংশ, জহুর ৪৪ শতাংশ, আকবর ৩৭ শতাংশ এবং আশরাফুজ্জামান ছয় শতাংশ আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহত আরও নয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তারা হলেন- নুরুন্নবী (২৭), তাজউদ্দীন (৩৫), মেহেদী হাসান (২৫), জাকির হোসেন জুয়েল (২৬), কামাল (৪০), কবির হোসেন (২৫), রাবেয়া খাতুন (২৩), তামান্না (২২) এবং অজ্ঞাত এক যুবক যার বয়স ২৫ বছর।