প্রচ্ছদ ›› জাতীয়

সিত্রাংয়ের দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়কে ২ পুলিশের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২২ ১১:৫২:১৩ | আপডেট: ২ years আগে
সিত্রাংয়ের দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়কে ২ পুলিশের মৃত্যু

জামালপুরে পুলিশ বহনকারী পিকআপভ্যান ও বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের মধুপুর থানার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা ঢাকায় সিত্রাংয়ের ডিউটি শেষে নিজ কর্মস্থলে ফিরছিলেন।

নিহতরা হলেন- মো. নুরুল ইসলাম (৪০) ও মো. সোহেল রানা (২৮)। তারা দুজনই জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

নিহত নুরুল ময়মনসিংহের কোতোয়ালি থানার দাপুনিয়ার মৃত আবুবকর সিদ্দিকের ছেলে এবং সোহেল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত কেন্দ্রের তিন পুলিশ সদস্য সরকারি দায়িত্ব পালন শেষে ঢাকা থেকে কর্মস্থল জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ফিরছিলেন। পথে তাদের বহনকারী পিকআপভ্যানের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল মো. নুরুল ইসলাম নিহত হন।

এ ঘটনায় আহত পুলিশ সদস্য সোহেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এসআই আজিজুল হক এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।