প্রচ্ছদ ›› জাতীয়

সিম বিক্রি করতে পারবে না গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২২ ১৯:৫১:৫৯ | আপডেট: ২ years আগে
সিম বিক্রি করতে পারবে না গ্রামীণফোন

টেলিকম অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন এবার পুরানো সিমকার্ড বিক্রি করতে পারবে না। রোববার বিটিআরসি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ ঘোষণা দেন।

তিনি বলেন, গ্রামীণফোনকে ১৩ লাখ পুরনো সিমকার্ড বিক্রির বিটিআরসির অনুমোদন আজ স্থগিত করা হয়েছে।

এর আগে গ্রামীণফোনের নতুন সিম কার্ড বিক্রি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার পর এবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে (বিটিআরসি)।

গ্রামীণফোনের কর্পোরেট কমিউনিকেশন্সের প্রধান খায়রুল বাশার বিজনেস পোস্টকে বলেন, “রোববার বিটিআরসি থেকে একটি চিঠি পেয়েছি, যেখানে গ্রামীণফোনকে পূর্ব-অনুমোদিত সিম কার্ড বিক্রি করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এর ফলে পুরানো বা নতুন কোনো সিম কার্ডই বিক্রি করবে না গ্রামীণফোন।”

অপারেটরদের ‘গুণগত মানসম্পন্ন পরিষেবা দিতে ব্যর্থতার’ কারণে ২০২২ সালের ২৯ শে জুন গ্রামীণফোনের নতুন সিমকার্ড বিক্রির ওপর অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দেয়।