প্রচ্ছদ ›› জাতীয়

সিরাজুল আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২৩ ১৭:৪২:৩৬ | আপডেট: ২ years আগে
সিরাজুল আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

শুক্রবার এক শোকবার্তায় মরহুম সিরাজুল আলম খানের রুহের মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’হিসেবে পরিচিত সাবেক আলোচিত ছাত্রনেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অন্যতম প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

গত ৭ মে রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হন সিরাজুল আলম খান। এরপর চিকিৎসকদের পরামর্শে ২০ মে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এতদিন তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু দিন দিন তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়। মাঝেমধ্যে শরীরে জ্বর বেড়ে যায়। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট নেওয়া হয়।

৮২ বছর বয়সী এই রাজনীতিক অনেক দিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।