প্রচ্ছদ ›› জাতীয়

সিলেটে আগুনে কলোনি পুড়ে ছাই

ইউএনবি
০৮ অক্টোবর ২০২২ ১২:১৮:৪৮ | আপডেট: ২ years আগে
সিলেটে আগুনে কলোনি পুড়ে ছাই
প্রতীকী ছবি

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি কলোনি। এ সময়ে আগুনে পুড়ে ৫টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে।

শুক্রবার রাত ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ইউনিট লিডার শহীদুল ইসলাম।

শহীদুল ইসলাম জানান, পাঠানটুলা এলাকার রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ গেট সংলগ্ন ফারুক মিয়ার কলোনিতে শুক্রবার সন্ধ্যায় আগুন লাগে। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
কলোনি থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি ভবনে। এই ভবনে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মেস করে থাকতেন। আগুনে কলোনি ও মেস পুড়ে যায়।

খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ইউনিট লিডার শহীদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে টিনশেডের কলোনিটি সম্পূর্ণ পুড়ে যায়। কলোনিতে পাঁচটি পরিবার ছিল। পাশপাশি পার্শ্ববর্তী একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় বলেও জানান তিনি।