প্রচ্ছদ ›› জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় আরও ১ মৃত্যু, নিহত বেড়ে ১৫

নিজস্ব প্রতিবেদক
০৮ জুন ২০২৩ ১৬:২৪:০৯ | আপডেট: ২ years আগে
সিলেটে সড়ক দুর্ঘটনায় আরও ১ মৃত্যু, নিহত বেড়ে ১৫

সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।

বৃহস্পতিবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়া (২২) নামের আরেকজন মারা যান।

বাদশা সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত সায়েদ নূর মিয়ার ছেলে। দুর্ঘটনায় বুধবার (৭ জুন) সায়েদ নূর নিহত হন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাশ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বুধবার ১৪ জন মারা যান। বৃহস্পতিবার ভোরে বাদশা মিয়া নামে আরেক যুবক মারা গেছেন।’

তিনি আরও বলেন, ‘বাদশা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। সেদিনই ১৪ জন মারা যান।

প্রসঙ্গত, বুধবার (৭ জুন) ভোরে সিলেট থেকে ওসমানীনগরের গোয়ালাবাজারে যাওয়ার জন্য পিকআপে উঠেন ৩০ জন নির্মাণ শ্রমিক। পথে ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমায় নাজির বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী পিকআপের সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। তাদের মধ্যে আজ (বৃহস্পতিবার) বাদশা মিয়া (২২) নামের একজন মারা যান।