প্রচ্ছদ ›› জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনা: প্রত্যেক পরিবার পেল ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২৩ ১৮:০৬:৩৬ | আপডেট: ২ years আগে
সিলেটে সড়ক দুর্ঘটনা: প্রত্যেক পরিবার পেল ২ লাখ টাকা

সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষে নিহত ও আহত পরিবারের মাঝে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাক্রমে দুই লাখ ও ৫০ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টা থেকে নগরীর ওসমানী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে টাকা বিতরণ করে মন্ত্রণালয়টি। চেক বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুহিদুর রহমান।

প্রসঙ্গত, এর আগে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নাজিরবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ১১জন মারা যান এবং ওই দিন মোট ১৪জন মারা যান। পরেরদিন আরও একজনের মৃত্যু হয়।

স্বজনরা জানান, আহত এবং নিহত সবাই নির্মাণ শ্রমিক। তাদের বেশিরভাগেরই বাড়ি সুনামগঞ্জের দিরাইসহ বিভিন্ন উপজেলায়।