চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ছয়দিন পর আবার আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার কুমিরায় একটি কন্টেইনার ডিপোর সামনের তুলার গোডাউনে আগুন লেগেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার সুলতান মাহমুদ বলেন,‘সাড়ে ১০টার দিকে ছোট কুমিরা এলাকার ম্যানশন নামের কন্টেইনার ডিপোর সামনের একটা তুলার গোডাউনে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’