প্রচ্ছদ ›› জাতীয়

সীতাকুণ্ডে নিহত বেড়ে ৪৯

নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২২ ১৭:৪৬:০৩ | আপডেট: ৩ years আগে
সীতাকুণ্ডে নিহত বেড়ে ৪৯

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ৭ কর্মী রয়েছেন।

চট্টগ্রামের চিকিৎসক ইলিয়াস চৌধুরী আল জাজিরাকে ৪৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আগুন ও বিস্ফোরণে ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন।

এদিকে, প্রায় ২০ ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ডিপোর আগুন। আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন-

গুরুতর আহতদের হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে

৫ কিলোমিটারজুড়ে বিস্ফোরণের রেশ, সংকটে স্থানীয়রা

রোববার ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের যন্ত্রের সাহায্যে পানি ছিটাতে দেখা যায়। কিছু কিছু জায়গায় এখনও আগুন জ্বলছে, ছড়াচ্ছে ধোঁয়া।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যোগ দেয় ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, ডিপো এলাকায় পানির স্বল্পতা রয়েছে। কনটেইনারের কাছাকাছি গিয়েও আগুন নেভানোও যাচ্ছে না। একের পর এক বোমার মতো কনটেইনার বিস্ফোরণ হচ্ছে। দূর থেকে পাইপ দিয়ে পানি দেয়া হচ্ছে।

আরও পড়ুন- 

ছড়িয়ে পড়েছে রাসায়নিক, বালু দিয়ে আটকে দেয়া হল ড্রেন

অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তায় ১ কোটি টাকা বরাদ্দ

লাইভ করা সেই ওলিউরের লাশ মিললো হাসপাতালে