প্রচ্ছদ ›› জাতীয়

সীতাকুণ্ডে বিস্ফোরণ: ৭ সদস্যের তদন্ত কমিটি, নিহত বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক
০৪ মার্চ ২০২৩ ২১:৫৫:২৭ | আপডেট: ২ years আগে
সীতাকুণ্ডে বিস্ফোরণ: ৭ সদস্যের তদন্ত কমিটি, নিহত বেড়ে ৬
টিবিপি ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘সীমা অক্সিজেন’ প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হোসেনকে প্রধান করে ৭ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

আরও পড়ুন-  সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে চট্টগ্রামের কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবরে একে একে আমাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। হতাহতদের অনেকের হাত-পা বিছিন্ন হয়ে গেছে।’

আরও পড়ুন-  সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৫, দগ্ধ ৫০

অক্সিজেন প্ল্যান্টের আশপাশের বাসিন্দারা বলছেন, অক্সিজেন প্ল্যান্টের আশপাশের বাসিন্দারা বলছেন, অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে কয়েক দফা বিস্ফোরণ হয়। এ সময় আশপাশের দুই বর্গকিলোমিটার এলাকা কেঁপে ওঠে। এতে প্ল্যান্টের আশপাশের অনেক ঘরবাড়ির দরজা-জানালার কাঁচ ভেঙে পড়ে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অনেকে ছোটাছুটি শুরু করে।

এর আগে গত বছরের ৫ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলের আশপাশের অন্তত চার বর্গকিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। এ ঘটনায় বহু হতাহত হয়।