প্রচ্ছদ ›› জাতীয়

সুদানে আটকা পড়া বাংলাদেশিদের অবিলম্বে ফিরিয়ে আনার আহ্বান রওশন এরশাদের

নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৩ ১২:০০:৪৪ | আপডেট: ২ years আগে
সুদানে আটকা পড়া বাংলাদেশিদের অবিলম্বে ফিরিয়ে আনার আহ্বান রওশন এরশাদের
ছবি: সংগৃহীত

সুদানে যুদ্ধ চলাকালে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে অবিলম্বে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় তিন হাজার বাংলাদেশি সুদানে আটকা পড়েছেন। অর্থ ও খাবার না থাকায় তারা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

সুদানের রাজধানী খার্তুম থেকে আটকা পড়া বাংলাদেশিদের সরিয়ে নিতে এবং তাদের জন্য খাদ্য ও নিরাপদ স্থানের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান এই বিরোধীদলীয় নেতা।