প্রচ্ছদ ›› জাতীয়

সুশাসনের অভাবে উন্নয়ন প্রকল্পের কার্যকারিতা নষ্ট হচ্ছে: সিপিডি

নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২২ ১৪:১৪:১৮ | আপডেট: ৩ years আগে
সুশাসনের অভাবে উন্নয়ন প্রকল্পের কার্যকারিতা নষ্ট হচ্ছে: সিপিডি

পাবলিক অবকাঠামো প্রকল্প (পিআইপি) বাস্তবায়নে বারবার সংশোধন করা নিয়ম হয়ে দাঁড়াচ্ছে। ফলে প্রকল্পগুলোর কার্যকারিতার উপর সম্ভাব্য ফলাফল এবং বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বুধবার প্রকল্প বাস্তবায়নে সুশাসন নিয়ে সেমিনারের আয়োজন করে সংস্থাটি।

সংস্থাটি বলছে, ‘উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সরকারের উচিত অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) মতো একটি উন্নয়ন কাঠামো তৈরি করা এবং নতুন ক্যাডার তৈরি করা।’

সিপিডি বলছে, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে জমির অভিযোগ একটি বড় সমস্যা। এটি সমাধানের জন্য সৎ সরকারি কর্মকর্তার প্রয়োজন।

এছাড়াও প্রকল্পগুলো সময়মতো শেষ করতে হবে, সাশ্রয়ী মূল্যে গুণমান বজায় রাখতে হবে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করে অর্থনৈতিক ও সামাজিক আয় নিশ্চিত করতে হবে বলে অনুষ্ঠানে বক্তারা পরামর্শ দেন।

সরকারের বাস্তবায়ন পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) শক্তিশালী করতে হবে এবং মন্ত্রণালয়ভিত্তিক বিভাগীয় অফিস স্থাপন করতে হবে বলেও পরামর্শ দেন বক্তারা।