প্রচ্ছদ ›› জাতীয়

সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৩ ০৯:২৪:৩৪ | আপডেট: ২ years আগে
সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে নিহত ৩
প্রতীকি ছবি

সাভারের আশুলিয়ায় একটি কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিক নিহত হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পুলিশ জানায়, বিকাল তিনটার দিকে আশুলিয়ার শিমুলতলা দরগারপাড় এলাকার টিন শেড কারখানা আল রহমান নীট ফ্যাশন বিডি লিমিটেডের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন পরিচ্ছন্নতা কর্মী মিঠু,কারখানার শ্রমিক রাকিব ও মোহাম্মদ আলী।

পরে তারা ট্যাংকের বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ খবর দিলে রাতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।