প্রচ্ছদ ›› জাতীয়

সোনারগাঁয়ে বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২২ ১৫:৪৬:৫৭ | আপডেট: ২ years আগে
সোনারগাঁয়ে বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিশা পরিবহনের একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এবং কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম।

ওসি আবুল কাশেম জানান, ‘তিশা পরিবহনের একটি বাস দীর্ঘদিন ধরে কাঁচপুর এলাকায় ডাম্পিং করা ছিল। রাতে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো আমরা জানতে পারিনি। তবে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।’

তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, কোন মাদকসক্ত ব্যক্তি হয়তো সিগারেট খেয়ে বাসের মধ্যে ফেলেছে। এ থেকে হয়তো আগুনের ঘটনা ঘটে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’