প্রচ্ছদ ›› জাতীয়

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৩ ১৯:৪০:৪৯ | আপডেট: ২ years আগে
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
সংগৃহীত ছবি

সৌদি আরবে মদিনা থেকে মক্কা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।

নিহত দুই বাংলাদেশি হলেন মুহাম্মদ ফোরকান সওদাগর ও মোস্তফা আলী। তারা জেদ্দার সাদী মার্কেটে ব্যবসা করতেন।

রোববার রাতে মদিনা থেকে ১৫০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নিহত মোস্তফা আলীর ভাতিজা মো. আলমগীর।

জানা গেছে, গত শনিবার জেদ্দা থেকে মদিনায় নবী করিম সা. এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশে রওনা দেন তারা। রোববার রাতে জিয়ারত শেষে মক্কার উদ্দেশে রওনা দেন তরা। মদিনা থেকে প্রায় দেড়শত কিলোমিটার দূরে হঠাৎ গাড়িটি উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলেই মুহাম্মাদ ফোরকান সওদাগর ও মো. মোস্তফা আলী নিহন হন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।

নিহত মুহাম্মদ ফোরকান সওদাগর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াডের বাসিন্দা। মো. মোস্তফা আলী বাঁশখালী উপজেলার ৬ নম্বর কাতুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের বাসিন্দা।

গুরুতর আহত বাংলাদেশি মদিনার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ককক্সবাজার জেলার বাসিন্দা। বর্তমান নিহত দুই জনের লাশ সৌদির একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।