প্রচ্ছদ ›› জাতীয়

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৩ ১৬:৩২:৩৪ | আপডেট: ২ years আগে
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: তাজুল ইসলাম
ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি স্মার্ট দেশে পরিণত হবে।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লার লাকসাম উপজেলা বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়াম মিলনায়তনে ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস ভূঁইয়া, লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়েরসহ আরও অনেকে।