প্রচ্ছদ ›› জাতীয়

সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
০৯ ডিসেম্বর ২০২২ ১০:১০:৩৩ | আপডেট: ২ years আগে
সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ নিহত ৩

মাগুরায় মাদক কারবারিকে ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

নিহতরা হলেন, র‌্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল। নিহত অন্যজনের নাম জানা যায়নি। তিনি মাদকবাহী পিকআপ ভ্যানের চালক।

শুক্রবার ভোর ৪টার দিকে সদর উপজেলার শাইত্রিশ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজরি রহমান।

তিনি জানান, ঝিনাইদহ র‌্যাব-৬-এর টহল দল একটি পিকআপভ্যানকে চেকপোস্টে সিগন্যাল দেয়। কিন্তু ওই পিকআপ ভ্যানের চালক সিগন্যাল অমান্য করে মাগুরার দিকে দ্রুত চালাতে থাকে। এ সময় র‌্যাবের ওই টহল দল পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে মাগুরা সদরের শাইত্রিশ বাজার এলাকায় পৌঁছলে দুটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন র‌্যাব সদস্য ও পিকআপ ভ্যানের চালক নিহত হন। আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পর র‌্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়।

গুরুতর আহতাবস্থায় র‌্যাবের আরেক সদস্যকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। ওই পিকআপ ভ্যানে ফেনসিডিল পাওয়া গেছে।