প্রচ্ছদ ›› জাতীয়

হজে গিয়ে আরও ৪ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি
১৯ জুলাই ২০২৩ ১৬:৪২:৫৮ | আপডেট: ২ years আগে
হজে গিয়ে আরও ৪ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও ৪ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মক্কা ও মদিনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মারা যাওয়া হাজিরা হলেন, নওগাঁ জেলার সদর উপজেলার এম.এ এস সাত্তার (৬৬), নীলফামারীর জেলার সদর উপজেলার মো. হযরত আলী (৬৯), ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার আমদুস সত্তার মওলা (৭০) এবং মানিকগঞ্জ জেলার গফুরগাও উপজেলার আবুল হোসেন (৭৬ )।

চলতি বছরের হজ পালনে গিয়ে এ পর্যন্ত সৌদি আরবে সর্বমোট ১০৮ মৃত্যুবরণ করেন। এরমধ্যে মক্কায় ৯০ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৭ জন, মুজদালিফায় ১ জন ও আরাফায় ২ জন। তাদের মধ্যে ৯০ জন পুরুষ ও ২৮ জন নারী হাজি।