প্রচ্ছদ ›› জাতীয়

হজে গিয়ে নিখোঁজ বাংলাদেশির খোঁজ মেলেনি ২৬ দিনেও

নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২২ ২০:৩৬:০২ | আপডেট: ২ years আগে
হজে গিয়ে নিখোঁজ বাংলাদেশির খোঁজ মেলেনি ২৬ দিনেও

সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালনে গিয়ে নিখোঁজ বাংলাদেশি মো. নাজেম উদ্দিনের সন্ধান ২৬ দিনের মেলেনি।

গত ৬ অক্টোবর কাবা তাওয়াফ করার সময় হারিয়ে যান তিনি। এখনো তার কোনো সন্ধান পায়নি পরিবার।

নিখোঁজের বিষয়ে স্থানীয় সৌদি পুলিশ, হাসপাতাল ও হেরেমে অভিযোগ করা হয়েছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

পরিবারসূত্রে জানা যায়, প্রাক্তন সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকতা মো. নাজেম উদ্দিন(৭০) ও তার সহধর্মিণী মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে আসেন। ৬ অক্টোবর হেরামে বায়তুল্লাহ কাবা তাওয়াফ করার সময় হারিয়ে যান নাজেম উদ্দিন।

নিখোঁজদের বাড়ি বগুড়া জেলার গাবতলী সদরের মাষ্টার পাড়ায়।

নাজেম উদ্দিনের স্বজন দাম্মাম প্রবাসী তৌহিদুল ইসলাম জানান, এহসান ট্যুরস এন্ড ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ২৮ জনের একটি গ্রুপ গত ৫ অক্টোবর বাংলাদেশ থেকে আব্দুল আজিজ এয়ারপোর্টে পৌঁছায়। সেখানে থেকে মক্কায় পৌঁছে কাবা ঘর তাওয়াফে বের হন নাজেম উদ্দিন। এরপর থেকে তিনি নিখোঁজ। প্রায় ২৬ দিন হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

তৌহিদুল ইসলাম আরও জানান, যদি কোন প্রবাসী উনার খোঁজ পান তাহলে 01736550585 ও 966 543449584 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।