প্রচ্ছদ ›› জাতীয়

হজ নিবন্ধন সেবা কেন্দ্র চালু করেছে ইসলামিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৮:০৯ | আপডেট: ২ years আগে
হজ নিবন্ধন সেবা কেন্দ্র চালু করেছে ইসলামিক ফাউন্ডেশন

হজ নিবন্ধন সেবা কেন্দ্র চালু করেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির আগারগাঁও প্রধান কার্যালয়ে হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবাকেন্দ্র চালু হয়েছে।

রোববার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলম এ সেবাকেন্দ্রের উদ্বোধন করেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সেবাকেন্দ্রে হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সংক্রান্ত যাবতীয় সেবা দেওয়া হবে। হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবা সংক্রান্ত যেকোনো তথ্য দিতে তিনজন কর্মকর্তাকে দায়িত্বও দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ (মোবাইল: ০১৫৫০৬৮৭০২২ ও ০১৭১৬২০৯৯১৫), সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান (০১৫৫০৬৮৭০৬৪, ০১৬৮৪০১৯১৬০) এবং দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকারকে (০১৭৫৮৪০৬৮৮৩) দায়িত্ব দেওয়া হয়েছে।