প্রচ্ছদ ›› জাতীয়

হাইকোর্টে বিচারকার্য পরিচালনায় ৫৩ বেঞ্চ

নিজস্ব প্রতিবেদক
০১ আগস্ট ২০২২ ১৩:৩৫:৪৩ | আপডেট: ৩ years আগে
হাইকোর্টে বিচারকার্য পরিচালনায় ৫৩ বেঞ্চ
সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে এসব বেঞ্চে বিচারকার্য শুরু হয়েছে।

জানা যায়, ১৬ টি একক এবং ৩৭টি দ্বৈত বেঞ্চসহ সর্বমোট ৫৩টি বেঞ্চ গঠন ও বিচারকদের বিচারিক এখতিয়ার নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১১ জন অতিরিক্ত বিচারপতিও আজ থেকে বিচারকার্য পরিচালনায় যোগদান করেছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, হাইকোর্ট বিভাগে বিচার কার্যক্রম পরিচালনায় আজ থেকে বেঞ্চে বসেছেন নতুন বিচারপতিগণ।

তিনি আরও জানান, সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগের জন্য রোববার বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন-পিআরএল-এ থাকা জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ, ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি এটর্নি জেনারেল আমিনুল ইসলাম, আইনজীবী আলী রেজা, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা জজ ফাহমিদা কাদের, ডেপুটি এটর্নি জেনারেল বশির উল্লাহ, সুপ্রিম কোটের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম রবিউল হাসান।