কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে আকাশ (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আশঙ্ককাজনক অবস্থায় তুহিন (২৫) ও হাসিব (২৬) নামের আরও দুই পর্যটককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার সকাল ১০টার দিকে নিকলী সদরের কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আকাশ রাজধানীর রামপুরার বাড্ডা এলাকায় থাকেন বলে জানা গেছে। জীবিত উদ্ধার হওয়া তুহিন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। আর হাসিবের বাড়ি পটুয়াখালী জেলায়। তারা সবাই ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।
স্থানীয়রা জানায়, সকালে আকাশ, তুহিন ও হাসিব তিন বন্ধু মিলে ঢাকা থেকে নিকলী হাওরে কুর্শা তিন রাস্তার মোড়ে আসেন। বন্ধুরা মিলে জলকেলিতে মেতেছিলেন। হঠাৎ গভীর জলে পা পিছলে গেলে তিন বন্ধু ডুবে যায়। ঘটনাটি দেখে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তুহিন ও হাসিবকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আকাশ নিখোঁজ থাকায় স্থানীয় ফায়ার সার্ভিস এসে হাওরের পানির নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে যায়, নিহতের মরদেহ সুরতহাল সম্পন্ন করেছেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর আলী আরিফ জানান, মৃত আকাশের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা এলে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।