প্রচ্ছদ ›› জাতীয়

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৩ ০৯:৪২:১৩ | আপডেট: ২ years আগে
হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
হাতিরঝিল

রাজধানীর হাতিরঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. ইশরাক হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জব্বার নামের এক পথচারী বলেন, ‘ওই যুবক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে ছিলেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার নাম ইশরাক হোসেন বলে জানতে পেরেছি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মধ্যরাতে হাতিরঝিল থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি হাতিরঝিল থানায় জানিয়েছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে হয়েছে। একই সঙ্গে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।’