প্রচ্ছদ ›› জাতীয়

১৬ এথলেটের ৫১ কিলোমিটার ‘বিজয় পদযাত্রা’

নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২২ ১৭:৪১:১৯ | আপডেট: ২ years আগে
১৬ এথলেটের ৫১ কিলোমিটার ‘বিজয় পদযাত্রা’

স্বাধীনতার ৫১ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকা-মাওয়া-ঢাকা মহাসড়কে ৫১ কিলোমিটার ‘বিজয় পদযাত্রা’ কর্মসূচি পালন করেছে ১৬ জন এথলেট।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে এ কর্মসূচি পালন করেন তারা।

এথলেট পদযাত্রায় অংশ নেন দুইজন নারীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকুরিজীবীরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে (রাত ১২:০১ টা) ঢাকার জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে রাজধানীর গুলিস্তান-পোস্তগোলা সেতু হয়ে ঢাকা-মাওয়া-ঢাকা মহাসড়কে দুপুর দেড়টা পর্যন্ত ৫১ কিলোমিটার হাঁটার এই কর্মসূচিটি পালন করা হয়।

৫১ কিলোমিটার পদযাত্রা শেষে নিজেদের মাঝে দেশপ্রেম ধারণ করে দেশ গঠনে নিবেদিত থাকার শপথ নিয়ে কর্মসূচিটি শেষ করেন ১৬ এথলেট।

‘হাঁটাহাঁটি - দ্যা ওয়াকস’ নামে স্বাস্থ্য সচেতনতা ও শরীর চর্চা বিষয়ক সংগঠনের উদ্যোগে কর্মসূচিটি পালন করা হয়।